কদমতলী থানার ওসির বিরুদ্ধে মাদক কারবারী ও ভূমি দস্যুদের মদদ দেয়ার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৭১২ বার পড়া হয়েছে
মাদক কারবারী ও ভূমি দখলদারকে মদদ দেয়ার অভিযোগ উঠেছে ডিএমপির কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহার বিরুদ্ধে। সকালে ক্রাইম রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ভুক্তভোগী এক পরিবার।
১৯৯৬ সালে যাত্রাবাড়ী দনিয়া মৌজা সাহেব আলী থেকে ৩ শতাংশ জমি কিনে বসবাস করে আসছেন ওই পরিবারটি। স্থানীয় বখাটে ও মাদক কারবারী পলাশ, খোকন মান্নান ও সিরাজ দফায় দফায় হামলা, মালামাল লুট ও নির্যাতন চালিয়ে আসছে। গত তিন ধরে তাদের বসত বাড়ি দখল করে রেখেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। থানায় অভিযোগ করতে গেলে, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ব্যবস্থা না নিয়ে বখাটেদের মদদ দিচ্ছেন বলে দাবি করেন তারা। এ বিষয়ে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ চায় ভুক্তভোগীরা।