লাঠি দিয়ে পিটিয়ে কলেজ শিক্ষকের হাত ভাঙলেন ম্যাজিস্ট্রেট

- আপডেট সময় : ০১:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধে নিজ বাড়ির সামনে বের হওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে কলেজ শিক্ষকের হাত ভেঙে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী এলাকায় ঘটে এ নির্মম ঘটনা। নির্যাতিত শিক্ষকের অভিযোগ, পিটিয়ে তার বাম হাতের তিনটি হাড় ভেঙে দিয়েছে। ঘটনার পরদিনই নির্যাতিত ওই শিক্ষকের বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইউএনও।
ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতিদিনের মতো হাঁটার জন্য বিকেলে বাড়ি থেকে বের হচ্ছিলেন কলেজ শিক্ষক আব্দুল আজিজ। বাড়ির বাইরে পা ফেলতেই দেখতে পান পুলিশের সাইরেন শুনে সড়কে লোকজন ছুটোছুটি করছে। দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন তিনি।
এ সময় গাড়ি থেকে নেমেই আজিজকে আটকের নির্দেশ দেন এসিল্যান্ড মাহমুদুল হাসান। অসুস্থ্য ও কলেজ শিক্ষক পরিচয় দিলেও তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন এসিল্যান্ড। গুরুতর জখম করে তাকে ফেলে ম্যাজিস্ট্রেট ও পুলিশ চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
পুলিশের গাড়ির সাইরেন শুনে পালানোর সময় পড়ে গিয়ে আব্দুল আজিজের হাত ভাঙতে পারে বলে দাবি করেন, এসিল্যান্ড।
কলেজ শিক্ষক নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টির হয়। শুক্রবার স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ওই শিক্ষকের বাড়িতে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউএনও। আব্দুল আজিজ সাধনপুর পঙ্গু ও শিশু নিকেতন ডিগ্রি কলেজের প্রভাষক। ভাঙা হাতের চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতেই বিশ্রামে রয়েছেন।