কঠিন গণঐক্যেই সরকারের পতন হবে : খন্দকার মোশাররফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইস্পাতের ন্যায় কঠিন গণ ঐক্য তৈরি করে এই সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মহসিন সরকারের স্মরণসভায় এ কথা বলেন তিনি। ড. মোশাররফ আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটাধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে এই সরকার হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি। এই সরকারের অধীনে বিএনপিসহ ২০ দলীয় জোট এবং দেশের গণতান্ত্রিক জনগণ আগামী নির্বাচনে যাবে না
এবং নির্বাচন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।