আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, দিশেহারা আখচাষী
- আপডেট সময় : ০১:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কখনো লাভ- কখনো লোকসানের বোঝা, দেশের ৬টি চিনিকলে। এরই ধারাবাহিকতায় এবছরর আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বড়শিল্প হিসাবে দিনাজপুরের সেতাবগঞ্চ চিনিকলেও মাড়াই বন্ধের সিদ্ধান্ত দুঃচিন্তায় পড়েছে জেলার কয়েক হাজার কৃষক। ওদিকে মাড়াই বন্ধ ও চিনিকল বন্ধের পাঁয়তারার প্রতিবাদে নানান কর্মসূচি পালন করছেন শ্রমিক ও আখচাষী সংগঠন। কর্তৃপক্ষ ও বিশিষ্টজনেরা বলছেন, মিল চালুতে দরকার শক্ত রাজনৈতিক সিদ্ধান্ত।
পৌষের হাওয়া দুলছে কৃষার ফুল। কিন্তু সেই তালে দুলছেনা চাষীদের মন। এছর জেলায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে আখ চাষ করা হলেও মাড়াই বন্ধের খবরে বিক্রি নিয়ে দুঃচিন্তায় কৃষক। মাথার ওপর মিলসহ বিভিন্ন সংস্থার ঋণ।
এদিকে আখচাষী সমিতির কেন্দ্রীয় নেতা জানালেন, বর্তমানে মিলটি ৮০ শতাংশ চিনি উৎপাদনে সক্ষম। এমন বাস্তবতায় মিল বন্ধের প্রত্রিয়া একেবারেই অযৌক্তিক।
এদিকে চিনিকলে একদিকে আখ মাড়াই অন্যদিকে মিল বন্ধের প্রতিবাদে অবস্থান ধর্মঘট বিক্ষোভ মিছিল-ভুখা মিছিল নানান কর্মসূচি পালন করছে চাষী ও শ্রমিকরা। তারা বলছেন, যে কোন অবস্থাতেই এই প্রক্রিয়া বাস্তবায়ন ঠেকাবেন।
মিলটির ক্রমাগত লোকসান ও আখচাষী- মিল শ্রমিকদের বকেয়া, এমন বাস্তবতায় সরকারের সহযোগিতা দরকার মতামত কর্তৃপক্ষের। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সেতাবগঞ্জ চিনিকল নয়, দেশের বেশীর ভাগ চিনি কল পুণরায় চালুতে দরকার শক্ত রাজনৈতিক হস্তক্ষেপ।



















