কক্সবাজার ও বরগুনায় চলছে পৌরসভা নির্বাচন

- আপডেট সময় : ০১:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। একইসঙ্গে কক্সবাজার ও বরগুনায় চলছে পৌরসভার নির্বাচন। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
আকাশ মেঘলা থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ইভিএম জটিলতায়ও পড়তে দেখা যায়। মোট ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন লড়ছেন।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ১২টি রেব টিম ও ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করছে।
বরগুনা পৌরসভার কাউন্সিলর পদে উপনির্বাচনে উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১০টি বুথে ইভিএমে ভোট দিচ্ছেন ৩৪২৭ জন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
জামালপুর পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ১০ টি কেন্দ্রে ৮৫ টি বুথে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পর্যন্ত ২৯ হাজার ৬ শত ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।