কক্সবাজারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মানাধীন বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন সেনাপ্রধানের

- আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
কক্সবাজার সদরের খুরুস্কুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মানাধীন বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকালে সরজমিনে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেব এটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করছে। বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ও জলবায়ু উদ্বাস্ত ৩৮০৮টি পরিবারের পুনর্বাসন করা হবে এখানে। দারিদ্রতা হ্রাস ও আয়ের পথ উন্মুক্ত করতে এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ১১৯টি ৫ তলা ভবন।
এতে ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ নানা সুবিধা থাকছে। সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে কক্সবাজারের খুরুস্কুলে পৌঁছান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।