কক্সবাজারে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কক্সবাজারে উখিয়ায় রেবের কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।
রেব জানায়, সোমবার ভোরে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলির কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। পরে সেখান থেকে ৭০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়। বেব আরও জানায়, গেলো ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার শ্যালিকার কাছ থেকে মিয়ানমারের নগদ অর্থও পাওয়া গেছে।