কক্সবাজারে ধংস হওয়া বনাঞ্চল ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের

- আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ধংস হওয়া ১০ হাজার একর বনাঞ্চল ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত এলাকায় সবুজায়নে এগিয়ে আসছে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা। চলতি বছর রোপন করা হবে এক লাখ বৃক্ষ। এরই মধ্যে রোপন হয়েছে ৬০ শতাংশ চারা।
মিয়ানমারের সামরিক জান্তার বর্বর নির্যাতন থেকে প্রাণে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। নতুন পুরনো মিলিয়ে সরকারের খাতায় ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন নিবন্ধিত রোহিঙ্গা হলেও বেসরকারি হিসেবে এ সংখ্যা ১৬ লাখের বেশি।
কক্সবাজারের উখিয়া-টেকনাফে ৩৪টি অস্থায়ী ক্যাম্পে বসবাস করে রোহিঙ্গারা। এরমধ্যে আশ্রিতদের কারণে ধংস হয়েছে ১০ হাজার একর বনাঞ্চল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক জীববৈচিত্র্য। এতে চরম বিপর্যয়ের মুখে কক্সবাজারের পরিবেশ।
এমন বাস্তবতায়, ক্ষতিগ্রস্ত এলাকায় আবারও নতুনভাবে সবুজ বনায়নের কাজ শুরু করেছে সরকার। এতে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা
রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদে রাস্তার দু’পাশে দৃষ্টিনন্দন বৃক্ষ রোপন করায় খুশি স্থানীয়রা।
নির্বিচারে বৃক্ষ নিধন, ভূমিরূপ পরিবর্তন, জীববৈচিত্র্যের অবক্ষয় রোধ এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য রক্ষায় চলতি বছর ১ লাখ বৃক্ষ রোপন করা হবে।