কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
 - / ১৫৫৪ বার পড়া হয়েছে
 
কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম ও তাদের ১৩ বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌস। পুলিশ জানায়, জমি নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের সঙ্গে আজিজুল হকের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রাতে আবুল কালামের পরিবারের লোকজন আজিজুল হকের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রাশেদা বেগম নিহত হন। আর কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় তার মেয়ে জান্নাতুল ফেরদৌস।
																			
																		














