কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু

- আপডেট সময় : ০৪:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড- পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ ও রাজশাহীতে করোনা আক্রান্তে দুইজন মারা গেছেন।
পর্যটন নগরী কক্সবাজারে ৫ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। আর এ পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে ৮ শতাধিক। সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য দিয়ে বলেছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি বেলকুচির তাঁতসমৃদ্ধ তামাই গ্রামের অধিবাসী এবং পেশায় তাঁত ব্যবসায়ী। এনায়েতপুরের খাজা ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মৃত শফিউর রহমান নগরীর কুমারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলায়।