কক্সবাজারের শহীদ সরণি সড়কের বদলে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি

- আপডেট সময় : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
১৪৪ ধারার কারণে কক্সবাজারের শহীদ সরণি সড়কের বদলে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। আজ ভোর ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
পূর্ব নির্ধারিত জায়গায় সমাবেশ করতে পারেনি কক্সবাজার জেলা বিএনপি। প্রায় ৫শ’ গজ দূরত্বে ঈদগাহ মাঠে ছোট পরিসরে একটি সমাবেশ করেছে তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে ডাকা আন্দোলনে সক্রিয় থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এসময় সমাবেশস্থল ঘিরে রাখে বিপুল সংখ্যক পুলিশ। পরিস্থিতি মোকাবেলায় শহরে অন্তত তিন শতাধিক রেব-পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, শহীদ মিনারে সমাবেশ করতে না পারায় শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অবস্থান নেয় জেলা যুবলীগ।