কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বখতিয়ারসহ দু’জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ উখিয়ার কুতুপালং এলাকার ইউপি সদস্য বখতিয়ার উদ্দিন ওরফে বখতিয়ারসহ দু’জন নিহত হয়েছেন।
ভোর রাতে হ্নীলার ওয়াব্রাং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপরজন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ইউছুপ আলীর ছেলে রোহিঙ্গা মো. তাহের। বখতিয়ার মেম্বার উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে। পুলিশের দাবী, তারা দু’জনই শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্র, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযানে নামে। এসময় গুলিবিদ্ধ বিদ্ধ হলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিলে সেখানে তাদের মৃত্যু হয়।