চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম ট্রেনের ট্রায়াল রান শুরু
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ২০৫৮ বার পড়া হয়েছে
বন্দর নগরী চট্টগ্রামের থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম ট্রেনের ট্রায়াল রান শুরু হয়েছে।
সকালে রেলের শীর্ষ কর্মকর্তাদের একটি ইঞ্জিনিয়ারিং দল নিয়ে ৮টি বগির বিশেষ ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কালুরঘাট সেতু ও দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইনের বিভিন্ন পয়েন্ট ও স্টেশনগুলো পর্যবেক্ষণ করবে।
রেলওয়ে পুর্বাঞ্চল জানিয়েছে, শেষ মুহুর্তে অপারেশন প্রক্রিয়ায় কোন ত্রুটি আছে কি না তা পর্যবেক্ষণ করতেই ট্রায়াল রান। কোথাও কোন ত্রুটি পেলে বিশেষোজ্ঞ দল তা মেরামত করবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় ট্রেনটি কক্সবাজার পৌঁছবে। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেললাইন উদ্বোধন করবেন। এর আগে বেশ কয়েকটি ট্রায়াল হবে বলে জানিয়েছে রেলওয়ে।

 
																			 
																		










