কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নয়জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নয়জনের মৃত্যু হয়েছে। ভোরে পৃথক তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় ও আটজন রোহিঙ্গা বলে জানা গেছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। গত রাত থেকে ভারি বৃষ্টিপাতের কারণে পৃথক স্থানে পাহাড়ধসের ঘটনাগুলো ঘটে। ঘটনার পর পরই পাহাড়ে বসবাসরত সকলকে নিরাপদস্থানে সরিয়ে আনা হচ্ছে। এছাড়া মাইকিং করে সকলকে সতেচন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন শরনার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।