কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মো. ইউসুফ নামের আরও এক তরুণ খুন হয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মো. ইউসুফ নামের আরও এক তরুণ খুন হয়েছেনসকালে ১৪ এপিবিএন অধিনায়ক মো. ইকবাল জানান, গতকাল সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টের এ-২৯ ব্লকের একটি বেসরকারি সংস্থার হাসপাতালের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ এইচ-১৭ ব্লকের বাসিন্দা। মো. ইকবাল জানান, আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা তরুণ নিহতের সংবাদ পেয়ে এপিবিএনের টহল টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রোহিঙ্গা আরএসও সদস্য। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।





















