কক্সবাজারের আ’লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৭৮৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরে আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সকালে শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়। সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে খুন করা হয়েছে। সাইফউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খুনিদের ধরতে পুলিশ কাজ করছে। হত্যাকারীদের এখনো শনাক্ত করা যায়নি।





















