কওমী মাদ্রাসার মাস্টার্স সমমানের স্বীকৃতি নতুন করে বিবেচনা করা হবে: শিক্ষা উপমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লে কওমী মাদ্রাসার মাস্টার্স সমমানের স্বীকৃতি বিষয়ে নতুন করে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজের করোনা টিকা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে এই হুঁশিয়ারি দেন তিনি। করোনার মধ্যেও যে সব কওমী মাদ্রাসা তাদের প্রতিষ্ঠান খোলা রেখেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন শিক্ষা উপ-মন্ত্রী। তিনি আরো বলেন, চরিত্রহীন কিছু ব্যক্তি ইসলামের নাম ব্যবহার করে দেশব্যাপী অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে। সরকার এতদিন ধৈর্য্য ধরলেও এখন কঠোর অবস্থানে গেছে। ইসলামের নামে জ্বালাও পোড়াও কাজে অংশ নেয়া কাউকে ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।