কংগ্রেসে পাসের পর মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ বিলে বাইডেনের স্বাক্ষর

- আপডেট সময় : ০৪:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ বিলটিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হয় এই বিল। ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের সদস্যদের সমর্থনে চলতি সপ্তাহে বিলটি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাস হয়।
মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিলে তরুণ ক্রেতাদের কাছে অস্ত্র বিক্রির আগে তাদের অতীত ইতিহাস ভালোভাবে খতিয়ে দেখা এবং হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র সরিয়ে নিতে রাজ্যগুলোকে উৎসাহিত করার কথা রয়েছে। শনিবার বিলটিতে স্বাক্ষরের সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, অস্ত্র ব্যবহারের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মার্কিন সরকারের উপহার। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনায় আর কেউ ক্ষতিগ্রস্ত না হন। সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়ে যায় যুক্তরাষ্ট্রজুড়ে। বিশেষ করে গত মাসে নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে, টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পর নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিল কার্যকর হতে যাচ্ছে।