ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজও জিতলো ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজও জিতলো ভারত। রুদ্ধশ্বাস দ্বিতীয় টি-টুয়েন্টিতে ক্যারিবিয়দের ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে রোহিত শর্মার দল।
ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। রোহিত ও ইশান কিশানরা ব্যর্থ হলেও বিরাট কোহলি ও রিশাব পান্থের ফিফটিতে বড় পূঁজি পায় স্বাগতিকরা। সমান ৫২ রান আসে কোহলি ও পান্থের ব্যাট থেকে। ৩৩ রান করেন ভ্যানকেটিশ আইয়ার। জবাবে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে জয়ের স্বপ্ন দেখে ওয়েস্ট ইন্ডিজ। তবে, ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৮ রানের আক্ষেপে পড়তে হয় ক্যারিবিয়দের। ৬২ রান করেন পুরান, ৬৮ রানে অপরাজিত ছিলেন পাওয়েল। রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।