ওয়েলিংটন টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭০৮ বার পড়া হয়েছে
ওয়েলিংটন টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো কেন উইলিয়ামসনের দল।
টার্গেটটা ছিল মাত্র ৯ রানের। মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র এক ওভার ৪ বলে লক্ষ্যে পৌছায় নিউজিল্যান্ড। তার আগে, ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বোলিং এদিন সুবিধা করতে পারেনি কোন ভারতীয় ব্যাটসম্যান। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বিরাট কোহলির দল। সর্বোচ্চ ৫৮ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। পাঁচ উইকেট নেন সাউদি। এছাড়া ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। তার আগে, প্রথম ইনিংসে ভারতে করা ১৬৫ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ৩৪৮ রানে।