ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে ১৬৫ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড

- আপডেট সময় : ১২:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে ১৬৫ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ২১৬ রান।
প্রথম দিন গতি আর বাউন্সে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন অভিষিক্ত কাইল জেমিসন। দ্বিতীয় দিন টিম সাউদির তোপে বিরাট কোহলির দল গুটিয়ে গেছে মাত্র ১৬৫ রানে। আজিঙ্কা রাহানে আউট হোন ৪৬ রানে। ঋষভ পন্ত রান আউট হওয়ার আগে করেন ১৯ রান। শেষদিকে ভারতের স্কোরবোর্ডে ২১ রান জমা করেন মোহাম্মদ সামি। জবাবে দলীয় ২৬ রানে ওপেনার টম লাথাম সাজঘরে ফিরলেও রানের চাকা থামেনি স্বাগতিকদের। কিউই অধিনায়ক ৮৯ রান করে আউট হোন সামির বলে। তার আগে টম ব্লান্ডেলকে হারায় ব্ল্যাক-ক্যাপরা। ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমে ৪৪ রান করেন রস টেলর। হেনরি নিকলসের ব্যাট থেকে আসে ১৭ রান। এরপর দ্বিতীয় দিন নিশ্চিন্তে পার করে দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্রান্ডহোম। ৫ উইকেটে ২১৬ রান নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।