ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মোর্ত্তজা

- আপডেট সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন মাশরাফি বিন মোর্ত্তজা। এতথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পরবর্তী ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে শেষ মুহূর্তে ছিকটে যান মাশরাফি। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের পর আর কোনো ওয়ানডে সিরিজ খেলেনি বাংলাদেশ। অবশেষ আবারো ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। ফিরছেন অধিনয়াক মাশরাফিও। তবে, ২০২৩ বিশ্বকাপের জন্য অধিনায়ক নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায় বিসিবি। সে ক্ষেত্রে আগামী এক মাসের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণার কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সিলেটে ১ মার্চের ম্যাচ দিয়ে ওয়ানডে মিশন শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৩ ও ৬ মার্চ হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।