ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৯৮ রান করেছে ইংলিশরা। রেকর্ড গড়ার ম্যাচে নেদারল্যান্ডসকে ২৩২ রানে হারিয়েছে ইংল্যান্ড।
আমস্টেলভিনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ইংল্যান্ড। জ্যাসন রয় ফিরে যায় ১ রানে। তবে দ্বিতীয় উইকেটে ডেভিড মালান আর ফিল সল্ট করেন ১৭৮ বলে ২২২ রানের বিশাল জুটি। দুজনই তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে নিজেদের প্রথম শতক। এরপর জস বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে নিজেদের আগের ৪৮১ রানের রেকর্ড ভেঙ্গে ৪৯৮ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৬৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ৭ চার ও ১৪ ছক্কায় ৭০ বলে ১৬২ রানে অপারাজিত থেকে ম্যাচসেরা হন জস বাটলার।