ওয়াকফ এস্টেটের অনিয়ম বন্ধে প্রশাসককে বদলি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ওয়াকফ এস্টেটের অনিয়ম বন্ধে প্রশাসককে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।
সকালে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি আরো বলেন, অনিয়মের তথ্যগুলো জেনে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হচ্ছে। সমস্যা সমাধানে সরকার ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী দেশ ও জাতির কল্যাণে কাজ করা হবে। পরে তিনি নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। এসময় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।