ওসি প্রদীপ দাশের করা সব আবেদন খারিজ করে দিয়েছেন আদালত

- আপডেট সময় : ০৯:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পরিবার ও আইনজীবীর সাথে সাক্ষাতের সুযোগসহ টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশের করা সব আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ মোহাম্মদ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে আবেদনগুলো খারিজ করা হয়।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামী প্রদীপ কুমার দাশকে মঙ্গলবার দুপুরে কড়া পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালত ভবনে নেয়া হয়। শুরুতেই স্বজন এবং আইনজীবীর সাথে সাক্ষাতের আবেদন খারিজ করে দেয় আদালত। পরবর্তীতে কারাগার থেকে মোবাইল ফোনে কথা বলার আবেদনও নাকচ করা হয়। তৃতীয় দফার আবেদনে কারাগারের বাইরে উন্নত চিকিৎসার আবেদনও নাকচ করে দিয়ে আদালত জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। এদিকে দুদকের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও এখনো ওই প্রতিবেদন জমা দেয়া হয়নি। স্ত্রী চুমকির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট দুদকের দায়েরকৃত মামলায় ওসি প্রদীপকেও আসামি করা হয়।