ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বেলা পৌনে ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ আবার জাতীয় হৃদ্ রোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেয়া হয়। সেখানে মরদেহের গোসল শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নেয়া হবে। হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নেয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় নিরাপত্তা নিশ্চিতে মাঠে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।




















