ওসমান হাদির জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হচ্ছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া রাষ্ট্রীয় শোক পালিত হয় সারাদেশে।




















