ওষুধের বাজারে চলছে ভয়াবহ নৈরাজ্য
- আপডেট সময় : ০৩:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে পাল্লা দিয়ে অতি প্রয়োজনীয় ওষুধের দাম গত দেড় মাসে শতকরা ৪০ থেকে ৫০ ভাগ বেড়েছে বলে জানিয়েছে কনজ্যুমার এসোসিয়েশন- ক্যাব। বাড়ার কারণকে ঔষধ কোম্পানীর সিন্ডিকেট বলে দায়ী করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।
দুপুরে অনলাইনে অযৌক্তিক ও অন্যায়ভাবে ঔষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের আলোচনা সভায় তারা একথা বলেন। এসময় সভাপতি বলেন, ডাক্তাররাও জড়িয়ে গেছে এসব অনৈতিক কাজে। ঔষধ কোম্পানীর ব্যবসা চাঙ্গা করতে নামিদামি ব্র্যান্ডের ঔষধ অযথা ভোক্তার উপর চাপিয়ে দিচ্ছেন ডাক্তাররা। ওষুধের দাম বৃদ্ধির অন্যতম কারণ- কমিশন ভিত্তিক সিন্ডিকেট বলে জানান, ক্যাব সভাপতি। তিনি আরও বলেন, ঔষুধ প্রশাসনের দায়িত্ব অবহেলা এবং নিয়মিত অভিযান না করায় দামের সাথে ভেজাল ঔষধের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ডাক্তারদের প্রতি অনৈতিক কার্যক্রম বন্ধ এবং ঔষুধ কোম্পানিগুলোকে ঔষুধের মান এবং দাম ভোক্তার সামর্থ্য অনুযায়ী রাখার আহ্বান জানান। সেই সাথে সরকারকে জেনেরিক নামে ওষুধ বাজারজাতকরণের পরামর্শ দেন।






















