ওমিক্রন রোধে কাল থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত

- আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার নতুন ধরন ওমিক্রন রোধে কাল থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে একশ` জনের বেশি অংশ নিতে পারবে না। সবার টিকা সনদ থাকতে হবে। তিনি আরো বলেন, এই সময়ে সরকারি বেসরকারি অফিস অর্ধেক জনবল নিয়ে চলবে। এই বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মন্ত্রী।
করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় আগামী দুই সপ্তাহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে আবারো সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এছাড়া, বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে একশ জনের বেশি অংশ নিতে পারবে না। সেই সাথে রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র হতে সকল ক্ষেত্রে টিকার সনদ দেখানো বাধ্যতামূলক বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে, সকালে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে পাঁচটি জরুরি নির্দেশনা জারি করা হয়।