ওমিক্রন করোনার ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট

- আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ওমিক্রন… করোনার ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। সংক্রমণের মাত্রাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, নতুন এই ভ্যারিয়েন্টে ব্যাপক রূপান্তর ঘটেছে এবং প্রাথমিক তথ্য-প্রমাণে সংক্রমণের ঝুঁকি বেশি।
একটি ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে টিকার কার্যকারিতাকে ব্যাহত করে। তখন সংক্রমণের মাত্রাকে ‘উদ্বেগজনক’ ঘোষণা করে ডব্লিউএইচও। গেলো সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টের সংক্রমণের বিষয়টি ডব্লিউএইচও’র নজরে আসে। এরই মধ্যে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এদিকে, অনেক দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা বা বিভিন্ন শর্ত আরোপ শুরু করছে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো ও এসওয়াতিনি থেকে ভ্রমণকারীরা যুক্তরাজ্যে ঢুকতে পারবেন না।এদিকে, করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আফ্রিকার ৭ দেশে সাময়িকভাবে ভ্রমণ স্থগিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।