ওমানের মাস্কাটে মুক্ত বাতাসে বাংলাদেশের ক্রিকেটাররা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ওমানের মাস্কাটে মুক্ত বাতাসে বাংলাদেশের ক্রিকেটাররা। একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করেছে পুরো দল।
ওমানের ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে প্রায় সাড়ে ৩ ঘন্টা ঝাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। ওয়ার্মআপ দিয়ে যার শুরু। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে আগামী আরও দু’দিন চলবে টাইগারদের অনুশীলন। এরপর ৮ অক্টোবর ওমান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ একাদশ। পরে আইসিসি অনুমোদিত দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে আরব আমিরাত যেতে হবে বাংলাদেশ দলকে। ১২ ও ১৪ অক্টোবর আবু ধাবিতে দুটি প্রস্ততি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ফের ওমানে ফিরবে দল। ১৭ অক্টোবর বাছাই পর্বের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।