আ’লীগ কর্মীদের আঘাত করলে পাল্টা আঘাতের হুশিয়ারি ওবায়দুল কাদেরের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের কোন কর্মীর গায়ে আঘাত করলে এবার পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোন অবস্থাতেই আর ছাড় দেয়া হবে না।
বিকেলে কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করবে না। বিএনপি কিভাবে ঢাকা দখল করে, তা দেখার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ। লাল-সবুজের পতাকা নিয়ে আওয়ামী লীগ সারাদেশ দখল করবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একাত্তরে আওয়ামী লীগকে হারানো যায়নি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না বঙ্গবন্ধুর দল।
(ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, YouTube, Threads এবং Instagram পেজ)