ঢাকাকে অবরোধ করার ষড়যন্ত্র করছে বিএনপি : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৯০৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, ঢাকাকে অবরোধ করার ষড়যন্ত্র করছে বিএনপি।
তিনি বলেন, ১৮ অক্টোবরের কর্মসূচিকে সামনে রেখে সারাদেশ থেকে নেতাকর্মীরা এখন রাজধানীতে অবস্থান করছে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে তিনি আরও বলেন, ঢাকা নয় এবার বিএনপিই অবররুদ্ধ হবে। কোনো নৈরাজ্যকে ছাড় না দেয়ার হুঁশিয়ারী দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনা কখোনোই মাথানত করে না। এসময় বিএনপিকে শাপলা চত্বরের চেয়ে আরো বেশি করুণ পরিণতির হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

















