ঐতিহ্যবাহী ‘নিশান উৎসব’ হয়ে গেল নরসিংদীর শিবপুরে

- আপডেট সময় : ০৭:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
শত বছরের ঐতিহ্যবাহী ব্যতিক্রমী ‘নিশান উৎসব’ হয়ে গেল নরসিংদীর শিবপুরে। মৌসুমী ফল কাঁঠাল বিক্রির শেষ দিনে জাতীয় ফল কাঁঠালকে বিদায় জানাতে এ উৎসবের আয়োজন করা হয়। শতবর্ষী এই উৎসব আরও টিকে থাকবে বলে আশা এলাকাবাসীর।
ব্যান্ড পার্টির বাদ্যের সাথে নাচছে শিশুসহ নানা বয়সী মানুষ। তবে এটা কোন বিয়ে কিংবা আনন্দ মিছিল নয়। নরসিংদীর শিবপুরে মৌসুমি ফল কাঁঠালকে বিদায় জানানোর এ উৎসবের নাম ‘নিশান উৎসব’। প্রতিবছর মৌসুমের শেষদিকে গাছে থাকা অবশিষ্ট কাঁঠাল এভাবেই হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান তারা। এমনই আয়োজন করা হয় নরসিংদীর শিবপুরের বিরাজনগর গ্রামে। শুধু বিরাজনগর নয়, আশপাশের অনেক গ্রাম থেকেও এই উৎসবে অংশ নেয় অনেকেই।
শ্রাবণ মাসের শেষ থেকে ভাদ্র মাসের প্রথম সপ্তাহ পযর্ন্ত চলে এ উৎসব। গ্রামের কাঁঠাল ব্যবসায়ী ও কৃষকরা জড়ো হয়ে ভ্যান সাজায় বিভিন্ন রঙিন কাগজের নিশান ও জরি দিয়ে। ৪ থেকে ৫ কিলোমিটার দূর হতে ব্যান্ড পার্টির বাজানো বাদ্যের তালে নাচতে নাচতে শিশুসহ নানা বয়সী মানুষ হেঁটে রওনা দেয় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন চৈতন্যা বাজারের উদ্দেশ্যে। সেখানে নিয়ে বিক্রি করা হয় কাঁঠাল।
চৈতন্যা বাজার থেকে কাঁঠাল কিনে সিলেট, ভৈরব, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান পাইকাররা। নিশান উৎসবকে ঘিরে সবার মনেও বাড়তি আনন্দ দেখা যায়।
বাগান থেকে প্রত্যাশিত মুনাফা হওয়ার পরই এই উৎসব হয় বলে জানায় চৈতন্যা বাজার কমিটি। এই ‘নিশান উৎসব’ ও কাঁঠাল কেনাবেচায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয় বলেও জানান তিনি।
শতবছর ধরে চলে আসা স্থানীয় এই ঐতিহ্য ও সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম টিকে থাকবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।