ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান, দলীয় সভাপতি শেখ হাসিনা।
দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এ উন্নয়নের পথে অপশক্তি হিসেবে কাজ করছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র করে করছে। কাদের বলেন, পরাজয় নিশ্চিত জেনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে তারা। পরে মুজিবনগর দিবস উপলক্ষ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ ও সহযোগি সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।























