ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে ক্ষমতাচ্যুত করাই বিএনপির লক্ষ্য বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেন, ভয়াবহ ফ্যাসিবাদ দেশের সবকিছু দুমড়ে মুচড়ে দিচ্ছে। আর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইভিএমের ভোটে গায়ের জোরে আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি দাবি করেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির জন্য করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে দেশের অর্থনীতি।
নির্বাচন কমিশন ইভিএমে ভোটের মাধ্যমে ভিন্ন পদ্ধতিতে আবারও ক্ষমতায় যেতে সরকারের ইচ্ছের প্রতিফলন ঘটিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ফাউন্ডেশনের ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে পরাজিত করাই বিএনপির মূল লক্ষ্য।
যে পরিস্থিতিতে নজরুল বিদ্রোহী কবি হয়েছিল সেই প্রেক্ষাপট আজও বিরাজমান বলে দাবি করেন তিনি।