এ দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয় : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বয়কট করছে, অবরোধ, হরতাল ডাকছে তারা গণতন্ত্রের শক্তি নয়। সাম্প্রদায়িক, জঙ্গিবাদ অপশক্তি কখনো গণতন্ত্রকে সমর্থন করে না।
সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের আরও বলেন, এ দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয়। তবে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর রাজধানীতে আওয়ামী লীগের যে সমাবেশ হওয়ার কথা ছিল হয়েছিল, নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ হচ্ছে না জানান তিনি।















