এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।
গতকাল রাতে লালমনিরহাটের কালীগঞ্জে নিজ বাড়িতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সিসিইউ বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন। মন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এছাড়া, তার উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। তাকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতাল থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।