এসএ পরিবহন ও পার্সেল সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে

- আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
এস এ পরিবহন ও পার্সেল সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে গাজীপুরের চন্দ্রা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এস এ পরিবহন সংশ্লিষ্টরা জানায়, দিনাজপুর থেকে আসার পথে চন্দ্রা এলাকায় ঢাকা-দিনাজপুর রুটে শাওন পরিবহনের একটি গাড়ি এসএ পরিবহনের পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়ার পর কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এর কারন জানতে চাইলে তাদের উপর হামলা চালিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় শাওন পরিবহনের শ্রমিকরা। এসময় চালক ও হেলপারের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে শাহ পরিবহনের চালক ও হেলপার। এতে গ্রাহকদের প্রায় এক কোটি টাকার মালামাল ছিনতাইকারীদের কব্জায় চলে গেছে বলে জানান এস এ পরিবহন কর্তৃপক্ষ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান প্রতিষ্ঠানটির কুরিয়ার ও পার্সেল সার্ভিসের জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান।