এসি মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে যুভেন্টাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে যুভেন্টাস।
সানসিরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য স্বাগতিক মিলানের। প্রথমার্ধে গোল শূন্য বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রেবিচের ভলি থেকে এগিয়ে যায় মিলান। এরপর বেশ কয়েককিট সুযোগ হাতছাড়া করেন ইব্রাহিমোভিচ। দশ মিনিটের মধ্যে পাওলো দিবালাকে ফাউল করায় দ্বিতীয় হলুদকার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় থিও হার্নান্দেজকে। ম্যাচের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে দলকে গোল উপহার দেন রোনালদো। আর এ নিয়ে শেষ ৩৫ ম্যাচে ৩৫ গোল পর্তুগীজ এই সুপারস্টারের।