এসিডে ঝলসে মারা গেছে রোহিঙ্গা ক্যাম্পের জিয়াউর রহমান
- আপডেট সময় : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
এসিডে ঝলসে মারা গেছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জিয়াউর রহমান। আধিপত্য টিকিয়ে রাখতে জিয়ার ওপর এই নৃশংস হামলা বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর পুরো ক্যাম্প এবং আশপাশের এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
মুন্না বাহিনীর সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর পুরো শরীর এসিডে ঢেলে ঝলসে দেয় সন্ত্রাসীরা।পরে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে আহতাবস্থায় তাকে ফেরত দেয় অপহরণকারীরা। গেলো রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সে মারা যায়। নিহত জিয়া কুতুপালং রেজিস্ট্রাট ক্যাম্পের ই-ব্লকের ৫৮ নং শেডের বাসিন্দা। এ নিয়ে সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এর আগে নতুন-পুরোনো রোহিঙ্গাদের দফায়-দফায় সংঘর্ষে নিহত হয় ৭জন। ঘটনার পর পুরো ক্যাম্প এবং আশপাশের এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে অন্তত: অর্ধশতাধিক ঘরবাড়ি। আতঙ্কে নিজেদের ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে আশ্রয় নিয়েছে বহু রোহিঙ্গা।



















