এসডিজি অর্জনে জাপান ও ওইসিডি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাপান এবং ওইসিডি’র দেশগুলোর কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে যে কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এ সময় রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ার দেশগুলোর নেতাদের তৎপর হবারও আহ্বান জানান সরকার প্রধান।
জাপানের রাজধানী টোকিওতে এশিয়ার ভবিষ্যত বিষয়ক দু’দিন ব্যাপী ২৭তম আন্তর্জাতিক নিক্কেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও বার্তায় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের সর্বোচ্চ লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার।
শান্তি ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এশিয়ার দেশগুলো জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটাতে পারে বলে জানান সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, গত ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৃহত্তর অর্থনীতির একটিতে পরিণত হয়েছে।