এসএসসি পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় – শিক্ষামন্ত্রী

- আপডেট সময় : ০৮:৪১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চলমান এসএসসি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্ন নিয়ে যে সমস্যা হয়েছে সে সব উত্তরপত্র আলাদা করে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তার সব ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, মূলত প্রথম দিন প্রশ্ন বিতরণে সমস্যা হয়েছে। প্রায় ৫২ হাজার কক্ষের মধ্যে সমস্যা হয়েছে সম্ভবত ১৫টি কক্ষে। সেই অর্থে সংখ্যার হিসেবে হয়তো খুবই নগণ্য। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের একসঙ্গে না বসাতে বোর্ডের যে নির্দেশনা সেটি হয়তো কোথাও কোথাও মানা হয়নি বলেই এই সমস্যা হয়েছে। দিপু মণি বলেন, সৃজনশীল পদ্ধতিতে গাইড বইয়ের প্রয়োজনীতা নেই। গাইড বই, নোট বই মুদ্রণকারী প্রতিষ্ঠান অনৈতিকভাবে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিকভাবে প্রভাবিত করে শিক্ষার্থীদের এসব কিনতে বাধ্য করছে। গাইড বই থেকে প্রশ্ন করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করা হয়েছে এর মধ্যে দু-একটিতে সমস্যা থাকতে পারে।