এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিনই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

- আপডেট সময় : ০৩:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিনই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নীতিমালা প্রকাশ করা হয়েছে।
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। ভর্তি হতে অনলাইনে (www.xiclassadmission.gov.bd) এই লিংকে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। অনলাইন ছাড়া অন্য মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে না। নীতিমালা অনুযায়ী, ভর্তির কাজ শেষে আগামী ২ মার্চ একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।