এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮ মাস দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮ মাস দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিশ্বে যখন একটি অতিমারি চলছে। যেই অতিমারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে তার মধ্যে যে এই পাবলিক পরীক্ষা নিতে পারছে সে জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকলকে তারা যেভাবে এই কারণে পরিস্থিতি মোকাবেলা করেছে তারও জন্য ধন্যবাদ জানায় মন্ত্রী।