এসএমই উদ্যোক্তাদের সহযোগিতা করাই হবে প্রথম কাজঃ মোহাম্মদ জসিম উদ্দিন

- আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, মহামারিতে প্রথম কাজই হবে এসএমই উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা।
দুপুরে ঢাকার মতিঝিলে ফেডারেশন ভবন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় একথা বলেন তিনি। এসময় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকসহ সকল কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে স্থানীয় চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও জানান মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া জেলাভিত্তিক বিচ্ছিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে ক্লাস্টারিং করে রফতানিমুখী শিল্পে পরিণত করতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান এফবিসিসিআই-র নবনির্বাচিত সভাপতি।