এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে ভবিষ্যৎ প্রভাবশালী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে ভবিষ্যৎ প্রভাবশালী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। এ তথ্য জানালেন ইসোয়াতিনির বাণিজ্যমন্ত্রী মানকোয়াবা খুমালো। উন্নয়ন খাতে বিনিয়োগ করতে তার সরকারের আগ্রহের কথা জানান দেশটির বাণিজ্যমন্ত্রী।
এফবিসিসিআইয়ের সাথে দ্বিপক্ষীয় ব্যবসায়িক উন্নয়নে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। বৈশ্বিক জলবায়ু মোকাবেলাসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সফলতা দেখিয়েছে বলে জানান এফবিসিসিআইয়ের এই সহ-সভাপতি। ভবিষ্যতে দু’দেশের মধ্যে পণ্যের আমদানি-রপ্তানির প্রসার হবে বলে আশা করেন এ ব্যবসায়ী নেতা।



















