এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে বুধবার মাঠে নামবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। হকি স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটায়।
টুর্নামেন্টকে সামনে রেখে গেল কয়েকদিন ধরেই অনুশীলন করেছে বাংলাদেশ। গেল দুই বছর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাতীয় হকি দল। তবে,
ঘরের মাঠে আত্মবিশ্বাসী এই দল। প্রতিপক্ষের খেলার ধরন, কৌশল নিয়ে বেশ সতর্ক স্বাগতিকরা। ভারতের বিপক্ষে ভাল খেলার কথা জানিয়েছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। অন্যদিকে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। উদ্বোধনী ম্যাচে কোরিয়ার সাথে ২-২ গোলে ড্র করেছে তারা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশকে হারাতে মরিয়া ভারত। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জাপানের মোকাবেলা করবে কোরিয়া।