এবার হচ্ছে না বই উৎসব

- আপডেট সময় : ০৫:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনার কারণে এবার হচ্ছে না বই উৎসব। প্রতিবার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়। বিতরণের পদ্ধতিও ঠিক হয়নি। শিক্ষা বিভাগ থেকে জেলায় জেলায় নেই কোন নির্দেশনাও।
গত বছর এই সময়ে সব এলাকায় শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই পৌঁছানো হলেও, এবার করোনার প্রভাব পড়েছে। বগুড়াসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রাক-প্রাথমিকের পুরো সেট বই পৌঁছলেও মাধ্যমিক শ্রেণীর বই এসেছে মাত্র ৪০ ভাগ। প্রাথমিকের এসেছে অর্ধেকের কিছুটা বেশি।
গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শেষ ঘোষণা অনুযায়ী ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত। বন্ধের মধ্যে শিক্ষার্থীদের কিভাবে বই দেয়া হবে সেটাও চূড়ান্ত হয়নি।বই প্রকাশনায় এবার এসেছে নতুনত্ব। প্রচ্ছদের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, সরকারের উন্নয়ন চিত্র এবং করোনা সচেতনতামূলক তথ্য দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ৩১ ডিসেম্বরের মধ্যেই উত্তরের সব জেলায় বই পৌঁছানো হবে বলে জানান, সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচালক।
শিক্ষা বিভাগ থেকে এখনো বিতরণ নিয়ে কোনো নির্দেশনা আসেনি বলে জানান, জেলা শিক্ষা অফিসার। করোনা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার দাবি করেছেন শিক্ষক ও অভিভাবক।
আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া