এবার স্থগিত হলো ফিফার ক্লাব বিশ্বকাপ

- আপডেট সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাবে ইউরো ২০২০ ও কোপা আমেরিকার পর এবার স্থগিত হলো ফিফার ক্লাব বিশ্বকাপ । ২০২১ সালের ২১ জুনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না ১৮তম আসর। এক বছর আগেই টুর্নামেন্ট স্থগিত করলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আয়োজক দেশ চীনে করোনাভাইরাসের ঝুঁকি বেশি থাকায় টুর্নামেন্ট স্থগিত করছে ফিফা। পরবর্তীতে কবে কখন অনুষ্ঠিত হবে আসর তা এখনো নির্ধারণ করেনি ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তবে পিছিয়ে ২০২২ কিংবা ২০২৩ সালে আয়োজন করার কথা ভাবছে ফিফা।পরিস্থিতি খারাপ হলে ভেন্যু পরিবর্তনের কথাও মাথায় আছে ফিফার। এদিকে, একই কারণে অনির্দিষ্ট দিনের স্থগিত হয়ে গেছে এএফসি কাপের সব ম্যাচ। নতুন সূচি ঠিক হলে পরে জানানোর কথা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। তার আগে, ১১ মার্চ এএফসি কাপের ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে ঢাকায় খেলতে আসা মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস।